শিরোনাম : জীবন নাটক
কলমে: দীপিকা হালদার
তাং ০৯-০২-২৫
মৃত্যু জীবনের শেষ পরিণতি
চিতাতেই সব শেষ !
তবুও মানুষ হিসেব কষে
অভিনয় করে বেশ ।
সম্পদ নিয়ে কষাকষি রক্তা-রক্তি
ঘরে ঘরে চলে রেশ,
আজ ভাই-ভাই, কাল জাত-পাত
মাঝখানে শেষ দেশ ।
জীবনের মোহ মাত্র দু'দিনের
তারমধ্যেই এই বেশ,
সম্পর্ক জুড়ে অভিনয় করে
জীবনটাকে করি শেষ।
আমার আমার করে মানুষ
রাজা আর প্রজা বেশ,
সময় হলেই যেতেই হবে
থাকবে কর্ম-ফলের রেশ।