শিরোনাম -জ্যোৎস্না বিলাস
কলমে -সুদীপ্তা বিশ্বাস
০৬/১১/২০২৪
আজি আকাশে কোজাগরী পূর্ণিমার চাঁদ,
যেন অমল ধবল পালে লাগছে বাতাস!
এই জ্যোৎস্না ধোওয়া এমনি পাগল করা চাঁদনী রাতে,
তোমার সাথে দু’পা হাঁটতে বড্ড সাধ জাগে।
এসো না তুমি চলে মোদের সেই পুকুর পারের বকুল তলে,
আজ না হয় আবার মিলব মোরা দোঁহে বিগত দিনের কথা বলে।
জোনাকিরা সারারাত জাগি জ্বালাবে মোদের তরে আলো,
ঝিঁঝিঁরা বাজবে ঘুমের নুপুর কত যেন বসে ভালো!
জ্যোৎস্না ছড়াবে তোমার মুখে রুপালি নরম আলো,
রাত জাগা কোনো পাখি প্রহরে প্রহরে ডাকি বলবে সময় গেল—।
বকুল ফুল গন্ধ ছড়াবে দখিনা সমীরণে,
পল্লী বধূ মাতাল হাওয়ায় লবে সে ঘ্রাণ বসি বাতায়নে।
মোরা দোঁহে রব বসে জ্যোৎস্না রাতে বকুল তলায়,
পাখিরা গান শোনাবে মোদের ভোরের বেলায়।
সারারাত মোরা কব যে কথা বিগত দিনের,
সমস্ত নিস্তব্ধ ধরা শুনবে সে কথা মোদের প্রেমের।
তব হাতে থাকবে ধরা মম হাত খানি,
মুখোমুখি বসে চেয়ে রব তব মুখপানে জানি।
মম সোহাগে রাঙা হবে তব চাঁদ মুখ খানি যবে,
চাঁদের রুপালি জ্যোৎস্না পড়বে তব আঁখি পল্লবে।