1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম- নিবিড় ছোঁয়া কবি-কাশফিয়া ইসলাম

  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

শিরোনাম- নিবিড় ছোঁয়া
কবি-কাশফিয়া ইসলাম

সদা তুমি যখন থাকো পাশে-
সুখেরই যোয়ার নিত্য।
যদি উষ্ঠে আঁকো প্রনয় রেখা,
আনন্দে দোলে চিত্ত।

এ অধর খোঁজে আদর ছোয়া,
তব উঞ্চ শ্বাসের ধমকা।
আর বাহু ডোরে জরিয়ে ধরে –
কপলে ছোঁয়া আচমকা।

হৃদপিণ্ডটার পালস বেড়ে যায়-
নিঃশ্বাস আরো ঘন।
শুধু তুমি যখন জরিয়ে ধরো,
নিবিড় কাছে টানো।

অনন্ত সুখের পুলক জাগায়-
তোমার একটু খানি ছোঁয়া।
মনের সকল যাতনা বিষাদ –
নিমিষেই যায় খোয়া।

কি যে অনন্য এক অনুভূতি –
তোমার ছোঁয়ায় জাগে।
তোমার মুখে নাম ধরে ডাক –
ভীষণ ভালো লাগে।

এই একটা জনম যাক কেটে যাক-
তোমার সাথে মিষ্টি আলাপনে।
না হয় এক জনমের সমাপ্তি হোক,
এক নিমিষের নিবিড় আলিঙ্গনে।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট