শিরোনাম-বাবার কথা
কলমে-দুলাল চন্দ্র দাস
তারিখ-৬/১১/২৪
সবাই লেখে মায়ের কথা
বাবার সুনাম কই,
সারা দিন খেঁটে বাবা
আনলো কিনে বই।
মা করে ঘরের কাজ
বাবা বাইরে খাটে,
দুই জনেতে করলো করলো মানুষ
তাদের কোলে পিটে।
বাবা আমার বড়ই ভালো
লেখা পড়াও জানে,
সামাজের নানা কাজ করে
তাইতো সকলে মানে।
বাবা মায়ের আর্দশ পেয়ে
সন্তান বড় হলে,
মাথা তুলে দাঁড়াবে সে
সমাজ দেবেনা ফেলে।
যেমন গাছের বীজ লাগাবে
তেমনি পাবে ফল,
সন্তান যদি হয়গো ভালো
বাবার মুখ উজ্জ্বল।