শিরোনাম : বৈশাখ এলো রে।
কলমে : দীপিকা হালদার
তাং ০৯-০৪-২০২৫।
বৈশাখ এলো, নববর্ষ এলো,
বলি, বুঝলে কেমনে ভাই?
শুকনো পাতা খসছে কেবল
বলি, খবর পেলাম তাই।
বৈশাখ এলো, নববর্ষ এলো,
বলি, কেমন করে বুঝি?
রৌদ্র তাপে গলা শুকায়,
কেবলই যে জল খুঁজি।
বৈশাখ এলো, নববর্ষ এলো
বলি, এবার ফসল কেমন পাবে?
খরায় পুড়বে, কালবৈশাখী ঝড়ে
আমের গুটি ঝরে যাবে।
বৈশাখ এলো নববর্ষ এলো
সবই কি হারানোর জ্বালা?
না না, নতুন পাতা, নতুন জলে,
ভরবে ফুলে ফলে ডালা..!
বৈশাখ এলো নববর্ষ এলো
বসবে শিব গাজনের মেলা,
নতুন কাপড়, জামা, জুতোয়
সবার খুশি করবে খেলা।
বৈশাখ এলো, নববর্ষ এলো,
গাঙে আসবে নতুন জল,
গাছে গাছে ফলবে ফলন
মিষ্টি মধুর মৌসুমি ফল।
বৈশাখ এলো, নববর্ষ এলো,
চিড়া,মুড়ি,গুড় আসবে হাঁড়ি হাঁড়ি
খুশির হাওয়া বইবে এবার
আনন্দ সবার বাড়ি বাড়ি।