শিরোনাম–‘ভুলের ইমারত”
কলমে–জয়া গোস্বামী
২৭-১২-২০২৪
দুঃখ দিয়ে নিত্য গড়েছি হৃদয়ে ভুলের ইমারত,
দু-চোখে নোনা জলের ঢেউ ভুলেছি আসল পথ।
উদাসী হাওয়া এসে দিয়েছে ভেঙে সে যে নির্দয়,
জানতে পারেনি মন পাষাণকে দিয়েছে হৃদয়।
ভুলতে চাই অকারণ পড়ে চোখের নোনাজল,
কেঁদেছে অবুঝ মন পায়নি কোথাও মনের তল।
জমেছে কথা অভিমানে আজ হয়েছে পাহাড়সম,
জানতে পারেনি কেউ দুঃখের কারণ প্রিয়তম।
দূরে গিয়েছে চলে তাইতো স্মৃতি হয়েছে অস্পষ্ট,
দূরত্ব জানে না মন পেয়েছে অকারণ শুধুই কষ্ট।
ওগো বলো না ভালোবাসার মানুষ কোথায় অদৃশ্য,
বিদঘুটে অন্ধকার কোন কিছুই হলো না সাদৃশ্য।
ডাকে না কেউ আর চেনা নামে ভালোবাসা মাখিয়ে,
অন্তর দিয়ে রাখে না ভালোবাসা হৃদয়ে জড়িয়ে৷
আবেগ তুমি আজ গেলে কষ্টে কেন নির্বাসন!
জানে না হয়তো তার আজ কেউ কোন কারণ৷
আলগোছা সব মেকি অভিনয়ের একটা ভাঙা ঘর,
ভালোবাসার নেই নতুন করে মানুষ গড়ার কারিগর৷
ধোঁয়াশাতে চেনা শহর চেনা মানুষ হলো অচেনা,
কবে ফিরবে বলো না মানুষের হুঁশের বিবেচনা।
অভিনয়ের ঘরে বাইরে চলছে কত সুন্দর প্রশিক্ষণ,
কী যে শক্তি আছে মিথ্যার কে দেবে তার উদাহরণ৷
ভালো মনের জন্য হোঁচট খেলাম আমি অকারণে,
উদভ্রান্তের মত মনের ভেতর গিয়েছিলাম বিচরণে।