শিরোনাম – মনের কথা মনে
কলমে – প্রতিমা পাল
০৫.০১.২৪
দিন ফুরালো বছর গেলো
নতুন বছর এলো দ্বারে,
অনেক কিছু বলার ছিল
বলবো আমি বলো কারে।
মনের কথা রইলো মনে
নতুন বছর নিলাম ডেকে
বুকের যন্ত্রণা হৃদয় কোণে
রাখলাম চেপে চুপি ঢেকে।
অনেক স্বপ্ন ছিল মনে মনে
নতুনত্বের কিছু নতুন আশায়
নতুন বছরের নতুন দিনে
ভেসে উঠুক চোখের পাতায় ।
চোখের পাতায় কত রাত
কেটে গেছে খোলা রেখে
নতুন নতুন স্বপ্নের খাত
গেঁথে রেখেছি মনে এঁকে।
প্রভাত বেলা এলিয়ে শরীর
খুললাম মনের বন্ধ দ্বার
চোখের পলক খুলে অধীর
বলছে হ্যাপী নিউ ইয়ার।
ভালোবাসা মেখে যত্ন করে
সাজিয়ে মনের আঙিনা জুড়ে
নতুন নতুন রূপের ঘোরে
থাকো বছর যেওনা ছেড়ে।