শিরোনাম…..যাবার আগে
কলমে…….লিয়াকত সেখ
তাং……..০৬,১১,২৪
বিদায় বেলায় ভালো লাগে
সোঁদামাটির গন্ধ,
ভবের খেলায় হয়েছিলাম
সারা জীবন অন্ধ ।
পাহাড় সাগর বন-বনানী
হরেক রঙের পাখি,
একটু সময় থাকলে বাকি
দেখতো ওদের আঁখি ।
আকাশ ভরা সূর্য তারা
জোনাক রাতের আলো,
সবার শীতল পরশ পেলেও
মন ছিলো মোর কালো ।
হিংসা নামক পাপের ঘরে
হয়েছিলাম বন্দি,
স্বার্থ লোভের সাথে সদা
করেছিলাম সন্ধি ।
কবর গাহে যাবার আগে
মন কাঁদে তাই শোকে,
বাঁধ মানে না জলের ধারা
এখন দুটি চোখে !!