শিরোনাম – হিংস্র থাবা
কলমে – ডা: তহুরা খাতুন
ডি এইচ এম এস ঢাকা
রচনাকাল -৩১/০১/২০২৫
নারী শিশুর শরীরে কেন
এত হিংস্র থাবা ,
তুমিও হয়ত হবে একদিন
নারী শিশুর বাবা ।
সেদিন যদি এমনি করে
ছোবল মারে কেহ,
কেমন করে দেখবে মেয়ের
ক্ষত বিক্ষত দেহ ।
কেমনে তুমি চাইবে বিচার
করবে প্রতিবাদ,
বিবেক তোমার করবে দংশন
তুমিতো ঐ জাত ।
এমন দিনটি দেখার আগে
মরণ হওয়া ভালো,
নিজেকে তাই শুধরিয়ে নাও
জাগাও মনে আলো ।
নিজের বিচার নিজেই যখন
করবে সবে ভাই,
দেখবে ভুবন আলোকিত
হিংস্র থাবা নাই।