সম্মিলিত উদ্যোক্তা ফোরাম’র ২০২৪-২০২৫ সালের ২১ (একুশ) সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় উপদেষ্টা পর্ষদ কমিটি গঠন করা হলো। তাদের তালিকা নিম্নরূপ :
অদ্য ০১ ডিসেম্বর ২০২৪ খ্রি. রোজ রবিবার বিকাল ০৪:০০ ঘটিকায় ফোরাম’র কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত উদ্যোক্তা ফোরাম’র ২০২৪-২০২৫ সালের ২১ (একুশ) সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় উপদেষ্টা পর্ষদ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অদ্য রবিবার বিকালে সকল সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক সম্মিলিত উদ্যোক্তা ফোরাম’র কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম দেলোয়ার জাহান এবং সাধারণ সম্পাদক তানিয়া পারভীন তামান্না যৌথ স্বাক্ষরিত কেন্দ্রীয় উপদেষ্টা পর্ষদ কমিটির ঘোষণা দেওয়া হয়। অত্র কমিটির উপদেষ্টাগণ হলেন যথাক্রমে, প্রধান উপদেষ্টা : ড. মোহাম্মদ আবু তাহের; সিনিয়র উপদেষ্টা : ড. মোহাঃ সাখাওয়াত হোসেন; উপদেষ্টা : ড. আ ন ম বজলুল করিম; উপদেষ্টা : ড. আফছানা বিনতে বাতেন; উপদেষ্টা : ড. মোঃ সাইফুজ্জামান; উপদেষ্টা : ডাঃ মোঃ মজিবুর রহমান; উপদেষ্টা : ইঞ্জিনিয়ার নূর হোসেন শেখ; উপদেষ্টা : ইঞ্জিনিয়ার মোঃ শামসুল হক; উপদেষ্টা : সানজিদা ইয়াছমিন সুমা; উপদেষ্টা : মনিরা চৌধুরী; উপদেষ্টা : হাসিনা মমতাজ হাসি; উপদেষ্টা : শেখ নাজমুল হাসান; উপদেষ্টা : সৈয়দ মকবুল হোসেন; উপদেষ্টা : শারমিন নাহার; উপদেষ্টা : মির্জা ইয়াসিন রেজা; উপদেষ্টা : মোছাঃ শাহনাজ রহমান; উপদেষ্টা : সাবিকুন নাহার; উপদেষ্টা : দিল আফরোজ লিজা; উপদেষ্টা : উম্মে আম্মারা শ্যামা; উপদেষ্টা : মারিয়া বিনতে হাসান; উপদেষ্টা : আয়েশা সিদ্দিকা কনক। এই ২১ (একুশ) সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় উপদেষ্টা পর্ষদ কমিটি ২০২৪-২০২৫ সালের জন্য গঠন করা হলো। এই কমিটির মেয়াদ আগামী ৩০ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ শেষ হবে।