সুখের নীড়ে তুমি
কলমে: শেখ বুলবুল আহমেদ
তারিখ: ১৫/০১/২০২৫ ইং
সুখের নীড়ে থাকো তুমি,
সুখটা বুকে জরিয়ে।
অজস্র মায়ায় কাঁদি আমি,
অশ্রুর মুক্তা ঝরিয়ে।
প্রেমের সুখে হওনি সুখী,
সুখটা গেছো মারিয়ে।
ভালোবেসে অবশেষে তুমি,
আমায় দিলে তাড়িয়ে।
প্রেম হলোনা তোমার সাথে,
সবটুকু ভালোবাসা।
কত স্বপ্ন দেখি তোমায় নিয়ে,
আজও করি কত আশা।
তোমার প্রতারণায় আজও কাঁদি,
ভাসি অশ্রু জলে।
আঘাত করতে তুমি পারনি তাই,
যন্ত্রণা দিয়েছ প্রেমের ছলে।