হৈমন্তীক সুখে
দীপক কুমার সিংহ
৬/১১/২৪
মাথায় বোঝা পাকা ধানের
খুশিতে মন প্রাণ,
শ্রমের ফসলে মুখে হাসি
হেমন্তের জয়গান |
ধারালো কাস্তে চলছে হাতে
সার দিয়ে খচাখচ,
মুখের শব্দে গানের সুরে
আনন্দে লটপট |
সারি সারি সরু সরু আলে
মাথায় ধানের বোঝা,
একসুরে ছন্দে ছন্দে খুশি
বোঝায় পলকে সোজা |
মাথার উপরে কিরণ মালা
ঢালে তৃপ্তির কর,
ঋণের দায়ের হবে পূর্তি
সময়টা সুখকর |
প্রকৃতির হাতে চাষীর হাসি
কান্নার যত মুখ,
হেমন্তের দিনে পাকা ফসলে
জাগে অন্তরে সুখ |