1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:১০ অপরাহ্ন

শিরোনামঃ শিশির ভেজা চোখ। মোঃ আমিরুল ইসলাম। তারিখঃ০৫/১১/২৪ ইং।

  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে

শিরোনামঃ শিশির ভেজা চোখ।
মোঃ আমিরুল ইসলাম।
তারিখঃ০৫/১১/২৪ ইং।

আকাশের মত উদার তুমি
পাহাড়ের মত শান্ত,
কখনো আবার উদাস পথিক
কেন হও পথভ্রান্ত?

অনন্ত তুমি প্রেমিকের মত
কবিতায় লেখা ছন্দ,
কখনো হাসি কখনো কান্না
কখনো বিলাও গন্ধ।

নিজের মূল্য বিকিয়ে তুমি
ছড়ালে স্নিগ্ধ আলো,
অবশেষে নেউ কেহ পাশে
হয়ে গেলো অগোছালো।

আবেগের বশে মানিয়া ভুল
সবদোষ নিলে একা,
নিজের মূল্য হারিয়ে তুমি
আর দিলেনা দেখা।

ভেবে ভেবে ক্লান্ত হয়ে
সুখটা নিলে ধার,
রইলো কেবল বুকের পাঁজরে
ব্যথার এক ক্যালেন্ডার।

হৃদয়ের পাতা পুড়ে অঙ্গার
কালিমায় আঁকা ছাপ,
জেনে বুঝে নিকশ আঁধারে
অযথাই দিলে ঝাঁপ।

স্নিগ্ধ চাঁদ তারকারাজি আর
ধূসর ধোঁয়াশা মেঘ,
রইলো কেবল তোমার সাথে
বিস্মৃতি আর আবেগ।

বৃষ্টির থেকে ভালোবাসা কিনে
আমাকে দিলে সুখ,
আঁবছা আঁধারে হৃদয় দেয়ালে
আঁকিলে মম মুখ।

মৃদু হেসে বললে তুমি
সবই তোমার হোক,
থাকনা মম এ অবেলায়
শিশির ভেজা চোখ।

[সমাপ্ত]।
নিজ বাস ভবন।
রাতঃ১১.০০ টা।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট