শিরোনাম –দায়িত্ব
কলমে–এস,এম,জাহিদুল ইসলাম
তারিখ –০৫/১১/২৪ ইং
দায়িত্বগুলো নিয়েছি কাঁধে
সেই ছোট্ট সময় থেকে,
অনেক পরিশ্রম করতে হয়
জীবন বাজি রেখে।
পরিবারের দায়িত্ব, সংসারে দায়িত্ব
বাবার মৃত্যুর পরে,
অফিসের দায়িত্ব, দোকানের দায়িত্ব
দিন শেষে মাথা ধরে।
দায়িত্ব পালন করতে করতে
এখন আমি মানুষিক চাপে,
দায়িত্বর বোঝা থাকতো না
যদি বেঁচে থাকতো বাপে।
একটি মানুষ এত দায়িত্ব
কেমন করে নেয়,
বিধাতার রহমতে সব দায়িত্ব
পালন করার তৌফিক দেয়।