শিরোনাম : স্বপ্নের ভূবন
কলমে : দীপিকা হালদার
আপন তোমায় ভাবি বলেই
শুভেচ্ছা পাঠাই রোজ
চাইলেই আপন ভাবতে পারো
নিতেও পারো খোঁজ !
হয়তো তুমি ভাবছো মিছে
সুখে আছি বেশ
কষ্ট গুলো লুকিয়ে রেখে
সাজাই খুশির রেশ …!
হয়তো তুমি কাজের ভীড়ে
নয়তো স্বপ্নে হারাও স্বত্তা
হয়তো তুমি খুশি আছো,
আমার স্বপ্ন করে হত্যা….!
আজো আমি স্বপ্ন আঁকি
দূর আকাশের নীলে
সাতটি রঙে সাজাবো ভূবন
তুমি আমি মিলে,
নিজের সাথে লড়াইটা যে
প্রতিদিনে রাতে বাড়ে
ফলবান বৃক্ষের মতোই
ঝুঁকছি বাস্তবতার ভারে …!
কান্না, হাসি, রাগ, অভিমান
সবই গেছি ভুলে
বিশ্বাসটা ভেঙ্গে গেলো,
স্বপ্ন গেলো উড়ে
দুঃখ সুখের দোলায় দুলছি
এইতো মোদের জীবন
হাসি মুখটা রাখতেই হবে
নইলে চলবেনা যে ভূবন …!
—————–
শিরোনাম : পথ ও পথিক
কলমে : দীপিকা হালদার
তাং ১৫-১১-২৪
আমার আকাশ মেঘলা আজো ,
বড্ড কালো হাওয়া বাঁধনহারা
তুমি দেখছি বেশ আছো
বন্ধু , আমার সঙ্গ ছাড়া …!
তোমার আকাশ জুড়ে জ্যোতি
হাজার তারা দিচ্ছে উঁকি,
তোমার জীবন জুড়ে তাই
আলোর আভা করছে ঝিকিমিকি !
মাথার উপর একই আকাশ,
বলার, চলার পথ যে অন্য
স্বপ্নটা বা বাঁচার রাস্তাটাই
হয় কেনোই বা এতো ভিন্ন !