বিষয়:-গদ্য কবিতা
কবিতা- ছুঁয়ে যায়
কবি- তারাননুম তানবিরা
তারিখ:-১৭/১১/২০২৪
উগ্রতার পিদিম চুমে আলোক ধাঁধার হৃদপিণ্ডে এ জগতের চুলচেরা ধমনির স্পন্দন ছুঁয়ে যায় আমাদের,
ছুঁয়ে যায় ,
ছুঁয়ে যায় গোলাপের ভিতরে বসে থাকা ছোট্ট কীটটাকেও।
পরিসমাপ্তির বেদুইন হয়ে এ সভ্যতা আলপিনে গেঁথে রাখে উপকথা!
কখনও; নৈতিক অভিসন্ধির উত্থানে ঝরে পড়া হেমন্তের ফুলের মতো,
আবার কখনও; বিষন্ন বিকেলে চায়ের চুমুকে ডুবে থাকা অবসন্ন ঠোঁটের মতো,
কখনও বা ; তিমির বিরানে থাকা আলোর দূরত্বের মতো দ্বান্দ্বিক বস্তুবাদের পরিখায় ।
অশরীরী যন্ত্রণার মতো উপলব্ধির পেখম মেলে নৈরাশ্য ভেদ করে যায় এ পাড়া – ও পাড়া; দেশ,
মহাদেশের পর মহাদেশ ।
এক থাবা রক্তের লালসায় ভিজে যায় সভ্যতার মাটি,
না না , এ শহর – এ সমাজ সে সব দেখে না,
এ সভ্যতা ধূসর ধোঁয়ার নেশায় আচ্ছন্ন থাকা মোহোহীন বিযুক্ত রেখার মতো বিচ্ছিন করে দেয় আমাদের উঠোন ।
আমরা পড়ে থাকি খোলা তরবারির উপর!
আমাদের রক্তে ভিজে ওঠে শোসকের চাষের জমি।