শিরোনাম ঃ বিজয় নিশান
কলমে ঃ শাহিনা আফরোজ
উথাল ঢেউয়ে ভাসিয়ে দিলাম
বিজয়ের রণতরী
লাল সবুজের পালের তলে
দাড়িয়ে শ্রদ্ধা ভরি।
মনের সুখে আত্ম- বিশ্বাসে
গলা ছেড়ে গাই গান
মোরা বিজয়ী স্বাধীনচেতা
বিদ্রোহী আদি প্রাণ।
বিজয়ের গান চির জাগ্রত
করে গেছেন যারা
শ্রদ্ধাভরে স্বরণ করব
উচু শিরে রব খাড়া।
বীর বীরাঙ্গনার জয়ের নিশান
পবিত্র এক দান
প্রজন্ম থেকে প্রজন্মরা
রেখে যাবে তার মান।
একটি নিশান জাতির চিহ্ন
সারা বিশ্বে পরিচয়
লাল সবুজ উচিয়ে ধরে
সারা বিশ্ব করি জয়।