শিরোনাম–রোমন্থন
কবি–ইলা কারকাট্টা
স্মৃতির অতল তলে
খুঁজে ফিরি যারে।
সে বুঝি হারিয়ে গেছে
আরো অতল গহ্বরে।।
না বলা কতো কিছু
রয়ে গেছে গোপন।
রোমন্থন করি তারে
খুঁজে ফেরে মন।।
অতীত যতোই চাই
ভুলে যেতে একেবারে।
স্মৃতি ছাড়েনা পিছু
মনে পড়ে বারেবারে।।
স্মৃতির অতল তলে
রয়ে গেছে কতো–
না বলা গোপন ব্যাথা
অশ্রু ভরা গোপন গাথা।।
যতোই চাই তারে
ভুলে এগিয়ে যেতে।
তবুও স্মৃতি চলে
আমার সাথে সাথে।।
অবসরে মনের মাঝে
দিয়ে যায় উঁকি ঝুঁকি।
রোমন্থন করি বসে
অতীতের আঁকিবুকি।।