কবিতা:তোমার জন্য
কবি:হালিমা সুলতানা
তারিখ :১২-১২-২০২৪খ্রি.
যেই রূপেতে আসবে তুমি
সেই রূপেতেই বরণ,
ভালেবাসি কত আমি
বুঝলে না তার ধরন।
গ্রীষ্মের কালে ঠান্ডা হাওয়ায়
মিশে গেছো তুমি,
রুক্ষ মরুর মাঝে তুমি
স্নিগ্ধ সবুজ ভূমি।
হাজার রূপে হৃদয় মাঝে
তোমার বসত বাড়ি,
তোমার জন্য লক্ষ কোটি
দিগন্ত দেই পাড়ি।
শিশির কণায় তোমার হাসি
বন্দী হৃদয় খাঁচা,
একটু আগলে রেখে আমার
প্রাণ পাখিটা বাঁচা।
সুখের রূপে দাও না ধরা
কাছে থেকেও দূরে,
আনচান আনচান মনটা আমার
তোমার জন্য পুড়ে।