1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম–“” নিঝুম রাতের কবি”” কবি–জয়া গোস্বামী ২১-১২-২০২৪

  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে

 

শিরোনাম–“” নিঝুম রাতের কবি””
কবি–জয়া গোস্বামী

২১-১২-২০২৪

নিঝুম রাতের কবি ভুল হলে শুধুই লিখি আর মুছি,
ভাবনা আসে জানি রাতের আঁধারে চুপিচুপি বুঝি?
ভালোবাসার আলিঙ্গনে জীবনের ফেলে আসা কথা লিখি,
লেখাতে রাতের বাস্তবের কিছু রূপ হয়তো দিয়ে থাকি।

কী থাকে বলো নিঝুম রাতে কবির ভাবনার কাগজে,
কেউ বোঝে না প্রেমের কাব্য ছাড়া নেই কবির মগজে।
কিছু গল্প,কিছু স্মৃতি,কিছু বাস্তবতার থাকে সারাংশ,
রাতের আঁধারে ঘটে যাওয়া কিছু স্মৃতির শেষাংশ।

কবিতায় ছন্দ পতন ঘটলে দাঁড়াতে হয় কাঠগড়ায়,
জীবনের আলেখ্য হারিয়ে যাই স্মৃতির দোরগোড়ায়।
নিঝুম রাতে কবির কবিতা থাকে লেখা কিছু অসমাপ্ত,
ভালোবাসার সুখ কী রকম সেটাই লেখা করি সমাপ্ত।

জীবনের গল্প যে গল্প জানে না তাই তুলে ধরি এক মনে,
লিখে রাখি তীব্র যন্ত্রণার কথা খাতার এক কোণে৷
তবুও লিখি নিত্য নির্মাণ করি নিজের অন্তর দিয়ে পাতায়,
জানি কিছু ভুল কিছু মনগড়া গল্প থাকে আমার কবিতায়৷

ভালো কেউ বলে না বুঝি, তবু লেখাতে ভীষণ ব্যস্ত,
জানি প্রেমের কাব্য ভাবুক মনের কথায় যায় অস্ত৷
এই কবিতা লিখে, যোগ্য সম্মান কোনদিন পাবো না,
হৃদয় লুঠের গল্প কবিতাতে না লিখলেও আবার হয় না৷

যে লেখা আসে নিঝুম রাতে জোনাকির হাত ধরে,
প্রেমের কাণ্ডারি জানি তোমার মনের বিজন ঘরে।
তাই’তো চাঁদ তারা থাকলো খাতার পাতাতে ওরা সাক্ষী,
নিঝুম রাতে কবিতার পাতায় কলম হয়েছে আজ দেহরক্ষী৷

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট