দিক দর্শন
মোঃ সেলিম হোসেন
২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিঃ।
ওই আকাশে মেঘের ভেলা উড়ছে ভেসে
ভাসতে দাও,
তাই দেখিয়া ছেলের দলে ছুটছে হেসে
হাসতে দাও।
মেঘের আঁধার দেখে কেহ কাঁদছে ভয়ে
কাঁদতে দাও,
কেউবা আবার যাচ্ছে খালে জালটা লয়ে
যাইতে দাও।
নীল আকাশে লাল জমিয়া খেলছে খেলা
খেলতে দাও,
আপন সুরে বলছে শেষে যাচ্ছে বেলা
যাইতে দাও।
স্বপ্ন নিয়ে মাঠের দিকে চলছে কৃষক
চলতে দাও,
জমছে আসর খবর জানার পড়ছে পাঠক
পড়তে দাও।
জগৎ জুড়ে স্বার্থসিদ্ধির চলছে লড়াই
দেখতে পাও?
কেমনে এরা মানুষ হবে সেই দিকেতে
চালাও নাও।
পতাকা
মোঃ সেলিম হোসেন
১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিঃ।
পতাকায় দুটি রঙ
সবুজ ও লাল,
পতপত উড়ে সদা
নিয়ে নব তাল।
বাতাসে তে দোল খায়
ত্যাজে বলিয়ান,
তার নিচে সোজা হয়ে
গাই মোরা গান।
জয় জয় জয় নেশা
জেগে উঠে মনে,
দেশ মা’র ভালোবাসা
থাকে প্রতিক্ষণে।
জেগে উঠো দেশবাসী
রাখো তার মান,
স্বাধীনতা রাখো ধরে
লড়ে মনপ্রাণ।
সমাপ্ত