শীতের পিঠা
মোঃ লুৎফর রহমান (শুভ)
তারিখঃ ২১-১১-২০২৪ ইং
ছোট্ট মেয়ে বলছে তার মাকে
দুধ চিতই খামু..
আমারে না তোর বাজান রে ক
আমি ট্যাহা কোনে পামু.??
শরীর খারাপ তোর বাজানের
কাজও কিছু নাই,
পরের বাইত্তে কাম ধার কইরা
লবন ডাল ভাত খাই।
মরিচ ধার করছি কত গন্ডা
নুন ত্যাল নাই ঘরে,
ভাত পায়না তার পিডা!খাওয়ার শখ
মনে ক্যামনে ধরে?
একমাস যাবৎ হেই ব্যাডারও
ঠান্ডার লগে জ্বর,
ট্যাহা নাই এট্টু ওষুদ খাইবো
কাঁশে দিনরাত ভর।
ছোট্ট মেয়ে ভেবে বলে
গিয়ে মায়ের পিছু,
পিডা খাওন লাগবো না মা
বাজানরে কইয়ো না কিছু।
ট্যাহা জমাইছি মিঠাই খাওনের
বলল মায়ের কানে,
ওই ট্যাহা দিয়া বাজানরে কইবা
ওষুদ যেন আনে।
ওষুদ খাইয়া ভালা হইলে
চাকরি হইবো বাবার,
পরের বছর পিডা খামু মা
শীত আইলে আবার।
মেয়ের মুখের এমন কথায়
মাথা করে নিচু,
কি জবাব দেবে মা পৃথিবী খুজেও
উত্তর পায়নি কিছু……।।