1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন

কবি সাদিয়া আফরিন মুক্তার একগুচ্ছ কবিতা।

  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

ঋতুরাণী শরৎ
❤️সাদিয়া আফরিন মুক্তা
তারিখ:১০/০৯/২৩
“”””””””””””””””””””””””””
কাশবনে ঐ মেঘ ভাসে ভেলা সাদা পালতোলা তার না
আনমনে কে যায় ধেয়ে হেতায় মুখটা লাগে বড় খুব চেনা,
গগনতলে নেমে এলো দেখ শেষে একোন ফুলপরী
খোঁপায় তাহার শিউলিফুল গাঁথা অলংকার রূপ যে আহামরি।

কোয়াসার আঁচল মাথায় তুলে শিশিরসিক্ত তুলি আঁখি জাগে নিত্য প্রভাত
সবুজপাতা দূর্বাঘাসে মুক্তা জ্বলে দেখ রাত পোহায় রাত,
শেফালীবনে আজ জাগে নবপ্রাণ দেখ মুক্ত হাসি হেসে
মধু লোভে ভ্রমর করে খেলা ফুলে ফুলে ভেসে ভেসে।

গাছে গাছে আনন্দে মেতে বেড়ায় পাখিদল করে কূজন সমস্বরে
সোনালী রোদ্দুর ছড়িয়ে আলো পুবগগনে রবি বিকায় স্বানন্দে আপনারে,
শরৎরাণী পল্লবিনী সৌম্য -শান্ত ভাব
একটু মেঘ-এক পশলা বৃষ্টি-মৃদু হাওয়া স্নিগ্ধতার যেন এক অলিক মনের খোয়াব।

নদীর তেপান্তরে আজ জেগেছে চর বসে চকাচকির মেলা
তারি উৎসবে মেতে-হাঁটুজল বুকেতে সাদা বকেরা করে খেলা,
পদ্ম সরোবরে হৃদমিশি হেতায় ফুটে উঠেছে বঙ্গপ্রাণ
আপনমনে ছুটে চলে এ কবিমন কোথায়-পেলে বুঝি সাম্পান।
নবীনধানের মঞ্জুরী দোলায় মাথা আনন্দে মাঠে মাঠে
কৃষকের ঘরেঘরে সে আগামবার্তা জানায় শরৎ কাছে এসে অল্প নিকটে,
আপন মহিমায় ভরপুর শত স্নিগ্ধ সৌরভ মুগ্ধ সৌন্দর্য্যের আধার এঋতুররাণী
তারি সুনীল আকাশ সজিবতার নির্মল আহবানে রচে যাই শতগান-গল্প শতপ্রেমের কল্পকাহিনী।

এমন স্বর্গীয়-রূপস্পর্শে-ফুটোক এধরা
শত কলুষ -পাপ-কলংক ঝেরে,
হউক চির সুখ শান্তির নীড়
ভবিষ্যৎ কুঁড়ির শতস্বপ্নে এমনি আশীর্বাদী শরৎ আসুক ক্ষণে ক্ষণে শত লক্ষপ্রজাপতির ডানায় ভর করে।


হেমন্তলক্ষ্মী
❤️সাদিয়া আফরিন মুক্তা
“””””””””””””””””
ধূসর কারুকাজ আলেআধারী বদনে মৃদুলাজ
গোমটা তুলে মাথায়,
অন্নপূর্ণা হেমন্তলক্ষ্মী কল্যাণদাত্রী রক্ষী
হাসে কোলে হাসে বঙ্গমায়।

অপরূপ শোভা তার অপূর্ব জ্যোতি হার
বদনখানিয় আঁকা,
মাতিয়ে গ্রাম পাড়াময় অতিক্ষুদ্র অতিশয়
বাজিয়ে শঙ্গ ঢংকা দূরাকাশে মেলছে পাকা।

প্রকৃতির সজিব অঙ্গনে নবসুর নবগানে
করছে কলরোল হেতা,
নবান্ন উৎসব হেসে কে জাগিলো শেষে?
অলক্ষ্যে অন্তরে তার মহৎ অপার উদারতা।

স্বর্গীয় ঐশ্বর্যখনি হরিদ্রাবরণ মাঠের দেহখানি
যেন সোনারকণা ফেলছে রাশি রাশি,
কৃষকের দাওয়ায় দাওয়ায় দিয়েছে ভরে কনকরত্নধান জোছনায়
মুখে তার পূর্ণতার তৃপ্তহাসি।

হেমন্ত অন্নদাত্রীর আগমন জুরায়ে বঙ্গমাতার পরাণ
যেন করেছে স্বপ্নসুখে ভরপুর,
দিয়েছে খুলে শিশিরঢালা জ্যোতি প্রভাতে ঘাসে বিন্দুজলের ছাতি
ধানভানার ঢেঁকির তাল পিঠাপুলির ঘ্রাণ সুমধুর।

ভিন্নফুলের ভিন্ন সমারোহে অভিন্নতা এনেছে এবঙ্গমাতারদেহে
পুলকিত হৃদয়,
অল্পশীতের ঘটেছে সমাগম উষ্ণ আবেশ তার স্নিগ্ধতা মনোরম
মাঠে ঘাটে পটে ভোরবেলা তারারদেশে সর্বত্র এর পরিবর্তন দেখা যায়।

এযেন বিধাতার আশীর্বাদ ধরাতলে এক পূর্ণ চাঁদ
হাজারো সৌন্দর্য্য তেরোশত নদী বদ্বীপের চর,
যেনো কারোর না নজর লাগে রাতশেষে এমনি ভোর জাগে
চিরদিন এমনি যেন থাকে অম্লান অক্ষয় বিভোর।


শীত
❤️সাদিয়া আফরিন মুক্তা
“””””‘
এসো হে শীত প্রকৃতিতে কুয়াসার চাদরে মুখ ঢাকি
শিশির প্রাতে ধুঁয়ে নেব গা ভিজব কোমল দুআঁখি,
এসো হে ভিন্নরূপী।

তোমার ছোঁয়ায় জাগোগ উত্তরী হিমপবন
একটু না হয় হব উদাসীন অল্প হব আনমন,
এসো হে নীরব কবি।

এসো হে সরষে হলুদ,গাঁদা,ডালিয়া,সূর্যমুখীর বাহাড়ী রঙের মেলা
সাতরঙা প্রজাপতির খেলায় মাতব কতক ভাসব মধুর ভেলা,
এসো হে পল্লবিনী।

তোমার আগমনে উঠুক ভরে আমেজ-উৎসবে নগর পাড়াগ্রাম
পিঠা পার্বণ-পায়েস মিঠায়ের পড়ে যাক ধুম,
জাগোগ খুশি আনন্দ ছোট্টপ্রাণে বিকল্প নামীদামী।

তোমার পদার্পণ শূন্যমাঠ-শূন্যডালি যেন বৈরাগ্য বসন
নতুন ফসলের খুশির জোয়ারে আবার উজ্জ্বল কর তব বদন,
এসো হে ইচ্ছাধারিনী।

এসো লেপ কাঁথা-গরম বস্ত্রের বৈচিত্র্যময় বেশভূষণে
আরাম-আয়েশের ভিন্ন জীবনযাপন কর্মকাজে কিবা কারণে-অকারণে,
এসো হে বিলাসী স্বপ্নচারিনী।


🇧🇩পিঠা-পুলি
❤️সাদিয়া আফরিন মুক্তা
“”””””””””””””””””””””‘”””””””””
কোয়াসা ও শীতল হাওয়ার পালকি চড়ে
পৌষ এসেছে আমেজ উৎসব নিয়ে পিঠাপুলির ধুম,
সকালের মিষ্টি রোদ-মিঠে ঘ্রাণে
ছোটবড় সবার ঘুমপাড়াতে দিতে চুম।

সন্ধ্যা হতেই মা জেঠীরা
ব্যস্ত বানাতে পায়েস পিঠা,
আখ আর খেজুরের গুড়ে
হরেক রকম মিষ্টি মিঠা।

অতুলনীয় সকল শীতের পিঠা খেতে
স্বাদে যেন অমৃত,
অল্পতে কারোর পেট না ভরে
প্রাণ না জুরায় রীতিমত।

ভাপ দিয়ে বানায় ভাপা পিঠা
চালের গুঁড়ো-কোরা নারকেল-গুড়ে পুলিপিঠা,
দুধ দিয়ে দুধচিতই-দুধপুলি
নাম না জানা আরও অনেক সঙ্গে তেলেরপিঠা-চিতই-পাটিসাপটা।

এখন শুধু বাড়িতেই না
টি-স্টলগুলোর পাশে,
শুকনো কতক পিঠা বানায় দোকানীরা
সকাল সন্ধ্যা-দুবেলায়-পল্লীতে আনন্দ পাশে।

শহরের খোলা আকাশ তলেও
বসেছে মেলা শীতেরপিঠা খাওয়ার পড়েছে ধুম,
সন্ধ্যাবেলায় জমে এই আসর জমজমাট
কেউ কেউ অনলাইন অর্ডারে বা বাসায় বানিয়েও নিচ্ছে স্বাদ এর করে আরাম।

এই উৎসব বাংলার -বাঙালি
স্বতন্ত্র বৈচিত্র্যতা নিয়ে আসুক বারংবার,
অভিন্ন রূপ মাধুর্য্যে ভরপুর ঐতিহ্য পল্লীবাংলার
থাকুক শহর-পল্লী সারাদেশে মিলে একাকার।


🇧🇩পল্লীবাংলার শীত ও আমেজ
❤️সাদিয়া আফরিন মুক্তা
“””””””””””””””””””””””””””””””
শৈত্য হিমের ঐ আকাশ মাঝে
কোয়াসারা বেঁধেছে ঘর,
রাত্র ভোরে বৃষ্টি ঝরে
যেন তুষারের গড়ছে চর।

ঠান্ডা হাওয়ার ঘুম ভেঙেছে
উত্তরী বায়,
তার ছোঁয়ায় এসেছে অভিন্ন পরিবর্তন
মানুষ ও প্রকৃতি আঙ্গিনায়।

গাছেদের আজ বিবর্ণ রূপ
শূন্য মাঠ প্রান্তর,
বাগে বাগে ফুটেছে বাহারি গোলাপ সঙ্গে গাঁদা-ডালিয়া-অতশিফুল
আরও আছে তরতাজা সবজি-কূল-কামরাঙ্গা-আরও আখের গুড়।

পিঠা পুলির আনন্দের উৎসব নিয়ে
পৌষ এসেছে পাড়ে,
আজকের এই সকালটা ভাই
অন্যরকম তাই ঘরে ঘরে।

পুলি-ভাপা -চিতই -দুধচিতই- পাটিসাপটা
আরও কত কী নাম না জানা পিঠা,
পিঠা না যেন খেতে অমৃত সব
হাতে বানানো এই সকল মিষ্টি মিঠা।

কার বাড়িতে বানাবে কোন পিঠেটা আজ
হচ্ছে নিত্য প্রতিযোগিতা,
পরের ঘরের পিঠের স্বাদ জিবে লেগে
বাড়াচ্ছে কেবল দূর্বলতা।

খেজুরের রস আহা একী পৌষ
প্রাণের মেটায় ক্ষুধা,
ভোর সকালে বাড়ায় আমেজ আয়োজন
পল্লী বাংলার সরল জীবন যাপন সাদাসিধা।

শীত থেকে থাকতে নিরাপদ
সকলে পড়ছে পশমিকাপরের পোশাক,
কোথাও কোথাও আগুন পোহানোর দৃশ্য গাঁয়ে
দেখা যায় অবাক।

আবেশে আমেজে ভরপুর
এই পৌষ অক্ষুণ্ণ থাক জুরে,
সময়ের গতিধারায় নিয়মমাফিক
এই পল্লী বাংলার ঘরে ঘরে।


🇧🇩আজি নববর্ষ প্রভাতে
❤️সাদিয়া আফরিন মুক্তা
“”””””””””””””””””‘””””””””””””””””
আজি নববর্ষ প্রভাতে
পুরাতন বর্ষের হয়েছে যবনিকা তার সাথে,
জীর্ণতা ঝেরে শত নূতনের চলছে গীতরচনা
সেই পরিবর্তনের সারল্য রচনা শব্দজালিকায় বসেছি আজ
একগুচ্ছ ইচ্ছে তারে সাজাতে।

পুরাতন দিন পুরাতন বছরের
মান অভিমান-ভুলত্রুটি -অন্যায়-অপরাধ আছে যত,
এই মিলন যজ্ঞে উৎসব রঙ্গে -বন্ধু-শত্রু-পরিজন আছো যত
ক্ষমা- মার্জনায় ভুলিয়ো বিগতদিনের শত ক্ষত।

আজি নববর্ষ প্রভাতে পুবদিগন্তে রঙের আভায় উঠেছে বেজে যে বাঁশি
কিছু আহবান ধরে রাখিবার,
কিছু স্বপ্ন বক্ষে আগলে রাখিবার
কিছু নতুন সম্ভাবনা নতুন সূচনার কিছু পরিকল্পনার।

আজি নববর্ষ প্রভাতে যে বর্ণিল রঙে সেজেছে আকাশ
নতুনে করিয়া গ্রাস,
এসো মানবতার দৃঢ় বন্ধনে উড়াই জয়ের কেতন
দেই তারে পূর্ণ সেই বিশ্বাস।

এসো বন্ধুত্বের বাহুডুরে
মিলে হই একাকার,
মুছে দিয়ে দুঃখগ্লানি-অপ্রত্যাশিত শত
করি পণ সকলে হই সবাকার।

আজি নববর্ষ প্রভাতে
এই শুভলগ্নে এসো একান্তে ভুলি বেদাবেদ শত বিবাদ বিদ্বেষী,
প্রীতি ও ভালবাসার বাড়িয়ে দিয়ে হাত
ধনী-গরীব সকলকে এসো সমান ভালবাসি।


হ্যাপি নিউ ইয়ার
❤️সাদিয়া আফরিন মুক্তা
“””””””””””””””””””””””
সময় স্রোতে ভেসে হয়েছে দিন বিগত
একেক করে পুরনো বছর হয়েছে গত হয়েছে পার,
আসন্ন নতুন বছর নতুন দিনের উৎসব শত আয়োজন দূরাকাশে শোনা যায় ঝংকার
শুভদিনে হউক শুভ সকল হ্যাপি নিউ ইয়ার।

জরাজীর্ণ পাপ কলুষতা ঝেরে প্রকৃতি নতুনের করছে আহ্বান
শত দুঃখ-অন্যায়-ব্যভিচার ভুলে ধরা জেগে উঠুক পুনর্বার,
একি স্বপ্ন ইচ্ছের আবির মেখে গায় এসো হই সবাই সবাকার
শুভদিনে হউক শুভ সকল হ্যাপি নিউ ইয়ার।

গাছে গাছে জেগেছে নতুন সাড়া নতুনের করছে গুণগান
ফুলপাখিরা মেলছে ডানা হয়েছে নতুন ভোর,
একি খুশি আনন্দের দোসর হয়ে এসো ভুলি মনের শত হিংসা অহংকার
শুভদিনে হউক শুভ সকল হ্যাপি নিউ ইয়ার।

নীলাকাশ যেন নবীন সুরে প্রাণের করছে শত কোলাহল
রংধনু যেন তার খুলেছে সপ্তদ্বার চারপাশ উৎসবমুখর,
এসো উচুঁ-নিচু ধর্ম-বর্ণ বেধ ভুলে মনের খুলি মনুষত্বের দ্বার
শুভদিনে হউক শুভ সকল হ্যাপি নিউ ইয়ার।

এখানে-সেখানে হচ্ছে আয়োজন অনুষ্ঠান কিবা আসর
বিনোদন পাড়ায় হচ্ছে কিছু অভিন্ন উৎসব দিচ্ছে ভিন্ন উপহার,
এসো হাতে হাত রাখি করি প্রার্থণা বারংবার
শুভদিনে হউক শুভ সকল হ্যাপি নিউ ইয়ার।

 

 

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট