সউফো কীর্তিমান নারী সম্মাননা ২০২৫ পাচ্ছেন যাঁরা…..
সম্মিলিত উদ্যোক্তা ফোরাম কর্তৃক আয়োজিত ‘সউফো কীর্তিমান নারী সম্মাননা ২০২৫’ প্রদানের জন্য রন্ধন শিল্প, বস্ত্র শিল্প, পাট শিল্প এবং উপস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ জন নারী পাচ্ছেন ‘সউফো কীর্তিমান নারী সম্মাননা ২০২৫’। গত ১২ জানুয়ারি ২০২৫ খ্রি. রোজ রবিবার বিকাল ০৪:০০ ঘটিকায় ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘সউফো কীর্তিমান নারী সম্মাননা ২০২৫’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মাননা প্রদানের স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
যারা ‘সউফো কীর্তিমান নারী সম্মাননা ২০২৫’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:
১. হাসিনা আনছার (রন্ধন শিল্প),
২. তানিয়া পারভীন তামান্না (রন্ধন শিল্প),
৩. ফাতেমা রহমান লাকী (বস্ত্র শিল্প),
৪. ইসরাত জাহান (পাট শিল্প),
৫. নামিরা আহমেদ (উপস্থাপনা),
এই প্রসঙ্গে ‘সউফো কীর্তিমান নারী সম্মাননা ২০২৫’ কমিটির আহ্বায়ক ড. আফছানা বিনতে বাতেন বলেন, ‘সউফো জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে এই ৫ জনকে সম্মাননা প্রদানের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা সম্মাননার জন্য উপযুক্ত নারীদেরকে নির্বাচন করতে সক্ষম হয়েছি।’
উল্লেখ্য যে, নারী উদ্যোক্তাদের উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয় সম্মিলিত উদ্যোক্তা ফোরাম। এই ফোরামে উদ্যোক্তা উন্নয়ন, আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, উদ্যোক্তাদের স্বাবলম্বী করণ, নবীন-প্রবীণ উদ্যোক্তাদের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ফোরামের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে প্রবর্তন করা হয় ‘সউফো কীর্তিমান নারী সম্মাননা ২০২৫’।