কবিতার শিরোনামঃ অনুভবে ছুঁয়ে থাকিসঃ
কলমেঃ লুবনা জেরিন সীমা।
অনুভবে ছুঁয়ে আছিস
তোর হাতের স্পর্শতা
আবেগি অনুভূতিতে
লেপ্টে আছে নিভৃতে
একান্ত গোপন সম্পৃক্ততা।
তোর শার্টে লেগে থাকা
ওয়ান ম্যানশো এর সুঘ্রাণ
এখনো সবখানে সুবাস ছড়ায়
যতই দূরে যাসনে কেন
অন্তর থেকে অন্তরে করে নিয়ন্ত্রণ।
আবেশ মাখানো ভালোবাসার
ফুল ফোটে প্রতিটি নিঃস্বাসে,
কতকাল দেখিনা তোকে
অথচ মনের ভেতরে সদাই
তোর উপস্থিততি থাকে বাতাসে।
তোর হাসিমাখা মুখটা
ভেসে উঠে হৃদয় কোঠোরে,
আচমকা মোচড় খায় পরাণে,
চলতে ফিরতে,উঠতে বসতে
আমার মাঝে তোর বসত সাদরে।