কবিতা -তুমি যদি
কবি -ডেইজী আশরাফ
২১/১/২০২৫
তুমি যদি আকাশ হও
তবে আমি তার নীল হবো,
দিনে সুর্য, রাতে চন্দ্র
আর রাতে তাঁরা হয়ে জ্বলে রবো।
তুমি যদি সাগর হও
তবে আমি তার বিশালতা হবো,
সাগরের বুকে ঢেউয়ে ঢেউয়ে
অনেক দূরে ভেসে যাবো।
তুমি যদি সুন্দর ফুল বাগান হও
তবে আমি সব ফুলের গন্ধ হবো
তোমার বাগানের সব চেয়ে
সুন্দর ফুল হয়ে আমি ফুটে রবো।