1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম -ছন্নছাড়া কলমে -নবলতা শীল

  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

শিরোনাম -ছন্নছাড়া
কলমে -নবলতা শীল

মনে রেখো যদি দূরে চলে যাই
একদিন সব থেমে যাবে,
এসেছিলে এক নবীন অতিথি হয়ে
গোধূলি লগনে দেখা হয়েছিল গঙ্গার পাড়ে।
কত কথা বলেছি দুজনে দুহাত ধরে এক সময়
সেদিন তুমি পরেছিলে ফিরোজা রঙের সার্ট
আমিও পড়েছিলাম ওই রঙেরই শাড়ি
তাই দুজন দুজনের দিকে চেয়েছিলাম অনেকক্ষণ।
একই কালার দুজনার; এটা কি করে হয় ?
সেই থেকে প্রথম শুরু হয়েছিল প্রেম ভালোবাসা
তাই দুজনের সঙ্গে মিলে গিয়েছিল সেই সময়
রোজই একই পথে ছিল দুজনের যাওয়া আসা।
ফেরিওয়ালারা আমাদের বলতো কপোত কপোতী,
মনে পড়লে এখন হাসি পেয়ে যায় কত বোকা ছিলাম আমি‌ ।
তোমার সব ছিল অভিনয় পরে বুঝেছি
খালি সময় কাটানো
আমি যখন বলেছি তোমাকে বিয়ের কথা—
আমি তোমাকে বিয়ে করব কিভাবে? আমার তো সংসার আছে ;
আমি কি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে বিয়ে করার কথা বলিনি তো
আমরা খালি বন্ধু একইসঙ্গে যাতায়াত লঞ্চে ওঠা এইটুকুই,
আমার জীবনটা ছন্নছাড়া হয়ে গেল কোনরকম ভাবে কাউকে মন দিতে পারলাম না ।
@nil

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট