1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

আজ কবি ও শিশুসাহিত্যিক এনাম আনন্দের জন্মদিন

  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

আজ কবি ও শিশুসাহিত্যিক এনাম আনন্দের জন্মদিন।

শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক সংবাদঃ
মানব জীবনের সুখ-দুখ, হাসি-কান্না, পাওয়া-না পাওয়া, ভালবাসা, প্রেম-বিরহ, কলহ, রাজনীতি, অর্থনীতি, ধর্ম দর্শন, সংস্কৃতি এসব নিয়েই সাহিত্য রচনা করেন সাহিত্যিকরা। সাহিত্যের রয়েছে নানা শাখা-প্রশাখা। এক একজন সাহিত্যিক এক এক জায়গায় বিরাজ করেন। কবি ও সাহিত্যিকরা ভাব- ভাষা, নিজের দক্ষতা এবং গভীর চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে রচনা করেন অমর সৃষ্টি। প্রতিটি লেখকের দৃষ্টিভঙ্গি সাধারণত এক হয় না। আদর্শগত অমিল, নীতিগত অমিল কিন্তু সৃষ্টিশীল লেখায় যে এক ধরনের বিস্ফোরণ এ ব্যাপারে সব লেখকরাই একমত। সময়ের পরিবর্তনের সাথে সাথে পাল্টে যাচ্ছে সভ্যতার রূপ, পাল্টে যাচ্ছে জীবন ব্যবস্থা। শিল্প-সাহিত্য তার ব্যতিক্রম নয়।
বাংলাদেশর সামনে এখন বিরাট ভবিষ্যৎ নতুন সৃষ্টির সম্ভাবনা নিয়ে অপেক্ষা করছে। বাংলা সাহিত্যে উদীয়মান-তরুণ লেখকরাই একদিন বিশ্বসাহিত্যে তুলে ধরবে বাংলা সাহিত্যের বৈচিত্র্য ও ঐশ্বর্য। কবি ও শিশুসাহিত্যিক এনাম আনন্দ দ্বিতীয় দশকের লেখকদের মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ। যদিও এই কবি ও শিশুসাহিত্যিক কে দশকের ফ্রেমে বাধা যায় না। কবি এনাম আনন্দের প্রবন্ধের কিছু উক্তি সময়ের সাথে হয়তো কালজয়ী হয়ে থাকবে।
⚫ জগতে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে নিজের প্রচার-প্রসার চায় না।
⚫ লেখক মনের অজান্তেই নিজের লেখা বা বইয়ের প্রচার-প্রসার কার্যক্রম চালিয়ে যান।
⚫ অনেক লেখক মনে করেন- সোশ্যাল মিডিয়ায় লেখা বা ছবি পোস্ট দিলে জাত যায় না, জাত তখন যায়, যখন পেশাদারিত্বের সাথে নিজের বইয়ের প্রচার করে।
⚫ যে বা যারা নিজের প্রচার-প্রসার চায় না তারা অসুস্থ।
⚫ বইয়ের প্রচার লজ্জাকর নয়, এটি গর্বের ব্যাপার।
⚫ নিজের বই নিজে কিনে বেস্ট সেলার বই বানানোর সার্থকতা কোথায়।
⚫ ‘আমি প্রচার বিমুখ’ বাক্যটি লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়া কিন্তু প্রচার।

🛑 ছড়া, কবিতা, রম্যরচনা, শিশুতোষ গল্প, ছোটগল্প, নিবন্ধন ও প্রবন্ধ নিয়মিত লিখছেন।

🟩 লেখালেখির প্রেরণা হিসেবে পেয়েছেন-

🟢 স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্মাননা
🟢 দৈনিক মুন্সিগঞ্জের খবর সাহিত্য পাতা সম্মাননা।

কবি ও শিশুসাহিত্যিক এনাম আনন্দ, ১০ মার্চ, কলাগাছিয়া, হোমনা, কুমিল্লায় জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি ব্যংক কর্মকর্তা। কবি ও শিশুসাহিত্যিক এনাম আনন্দ’র জন্মদিনে দৈনিক নেত্রজল ম্যাগাজিনের পক্ষ থেকে সুখ-সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি ।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট