ঈদের চাঁদ
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
শাওয়ালের ওই বাঁকা চাঁদের
আনন্দ আজ কর,
ঈদ এসেছে ঈদ মোবারক
সবাই আয়রে ঘর।
আল্লাহর দান ঈদের এ চাঁদ
তার তুলনা নাই,
মুসলিম মনের মণি কোঠায়
যার হয়েছে ঠাঁই।
মাহে রমজান রোজার শেষে
এলো খুশির ঈদ,
ঈদ আনন্দ ছড়ায় পড়লো
খুলে সবার হৃদ।
আত্মশুদ্ধির রমজানের পর
ঈদ উপহার সব,
রহমত বরকত নাজাত দিয়ে
ধন্য করেন রব।
ঈদ হোক সবার আনন্দময়
আজকে খুশির দিন,
জেগে উঠুক ভ্রাতৃত্ব বোধ
বৈষম্য হোক লীন।
ছোটো-বড়ো, ধনী-গরীব
ব্যবধান নেই আজ,
হিংসা বিদ্বেষ ভুলে সবাই
মুসলমানের সাজ।
ঈদ খুশিতে ফুরায় উঠুক
সবার মনো প্রাণ,
মহান আল্লার নিকট করি
আকুল আহবান।